যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর বার্তা

ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে মিয়ানমার ‘বিশেষ উদ্বেগ সৃষ্টিকারী দেশ’

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতনের কারণে আন্তর্জাতিক চাপে আছে মিয়ানমার। পৃথিবীর প্রায় সব দেশ মিয়ানমারের নিন্দা করেছে যা অব্যাহত আছে। এর ধারাবাহিকতায় ধর্মীয় স্বাধীনতা পালনে বাধা দেওয়ার জন্য মিয়ানমারকে ‘বিশেষ উদ্বেগ সৃষ্টিকারী দেশ’ হিসাবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার (৭ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক সংবাদ বার্তায় একথা জানিয়েছেন।

ওই বার্তায় বলা হয়, অবাধ ও স্বাধীন সমাজ ব্যবস্থার জন্য ধর্মীয় স্বাধীনতা অবশ্য পালনীয় অধিকার। যেসব দেশ এই স্বাধীনতায় আঘাত হানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র।

‘নিয়মতান্ত্রিক ও অব্যাহত ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য’ যুক্তরাষ্ট্র মিয়ানমার ছাড়াও চীন, ইরিত্রিয়া, ইরান, নাইজেরিয়া, উত্তর কোরিয়া, পাকিস্তান, সৌদি আরব, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তানকে ওই তালিকায় অন্তর্ভুক্ত করেছে।