রোহিঙ্গা সমস্যার সমাধানে ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ

রোহিঙ্গা (ফাইল ছবি)রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের জন্য ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এশিয়ান কনফ্লুয়েন্স আয়োজিত ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক: নতুন চিন্তা ও সুযোগ’ শীর্ষক এক ওয়েবিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ সহায়তা চান।

২০১৭ সালে মিয়ানমারের নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এই অসহায় রোহিঙ্গারা পৃথিবীর নিকৃষ্টতম মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে তাদের ধর্ম ও জাতিগত সত্তার কারণে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এই নির্যাতনকে বলেছেন টেক্সটবুক এক্সামপল অফ এথনিক ক্লিনজিং।’

বর্তমানে বাংলাদেশে ১১ লাখ রোহিঙ্গা অবস্থান করছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা চাই স্বতঃপ্রণোদিত ও টেকসই প্রত্যাবাসন। আমরা বিশ্বাস করি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ভারত এ অঞ্চলে স্থিতিশীলতার জন্য তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

সন্ত্রাসবাদ ও উগ্রবাদ ঠেকানোর জন্য দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুন- রোহিঙ্গা মামলায় খরচ হবে ১০০ কোটি টাকা