বিনিয়োগ পরিবেশ তৈরিতে বাংলাদেশের উদ্যোগ ইতিবাচক: জাপানের রাষ্ট্রদূত

13বিনিয়োগ পরিবেশ তৈরিতে বাংলাদেশের উদ্যোগ ইতিবাচক বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি বলেছেন, বাংলাদেশ ভালো বিনিয়োগ পরিবেশ তৈরি করায় জাপানি কোম্পানিগুলো এদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক ডিক্যাব টকে এমন মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে উল্লেখ করে তিনি বলেন, বিনিয়োগ পরিবেশ তৈরির জন্য অবকাঠামো উন্নয়ন, কানেক্টিভিটি, কাস্টম সংক্রান্ত নিয়ম সহজীকরণসহ নানা ইতিবাচক পদক্ষেপ নিয়েছে সরকার।

তিনি বলেন, বাংলাদেশে জাপানের তিন শতাধিক কোম্পানি কাজ করছে। কোভিড-১৯ মহামারি পরিস্থিতি বাংলাদেশ ভালোভাবে সামলেছে এবং দ্রুত আগের অবস্থায় ফিরে যাওয়ার পথে রয়েছে।

জাপানের রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে জাপান এবং এই স্ট্র্যাটেজি এই অঞ্চলের সমৃদ্ধি ও স্থিতিশীলতার ক্ষেত্রে সবার জন্যই ভিশন।

রোহিঙ্গা সমস্যা নিয়ে জাপানের চিন্তাভাবনা রয়েছে বলেও জানান রাষ্ট্রদূত ইতো নাওকি। রোহিঙ্গাদের প্রত্যাবাসন দ্রুত শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।