পরীক্ষা বেড়েছে, কমেছে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হার

দেশে করোনার সংক্রমণের ৫৪তম সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় করোনার নমুনা পরীক্ষা বেড়েছে। অন্যদিকে কমেছে শনাক্ত, সুস্থতা ও মৃত্যুর হার। শনিবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা সংক্রমণের ৫৪তম সপ্তাহে (৩ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি) করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৯৪ হাজার ৯৯৭টি। এর মধ্যে নতুন করে রোগী শনাক্ত হয়েছেন ছয় হাজার ১৯৮ জন। সুস্থ হয়েছেন ছয় হাজার ৪৪৪ জন আর মারা গেছেন ১৫৭ জন। এর আগের সপ্তাহে, অর্থাৎ ৫৩তম সপ্তাহে (২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি) নমুনা পরীক্ষা হয়েছিল ৯০ হাজার ১৪২টি। শনাক্ত হয়েছিলেন সাত হাজার ৮৫ জন। সুস্থ হয়েছিলেন ৯ হাজার ১৩২ জন আর মৃত্যু হয় ১৭১ জনের।

অর্থ্যাৎ ৫৩তম সপ্তাহের তুলনায় ৫৪তম সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা বেড়েছে পাঁচ দশমিক ৩৯ শতাংশ। আর শনাক্ত কমেছে ১২ দশমিক ৫২ শতাংশ, সুস্থতার হার কমেছে ২৯ দশমিক ৪৩ শতাংশ আর মৃত্যুহার কমেছে আট দশমিক ১৯ শতাংশ।