দক্ষিণাঞ্চলের তাপমাত্রা আরও কমতে পারে

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে এবার দক্ষিণাঞ্চলেও শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। গত দুই দিনে দেশের উত্তর, পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলের তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। আগামীকাল (১৮ জানুয়ারি) দক্ষিণাঞ্চলের তাপমাত্রা আরও কমতে পারে।

আজ রবিবার (১৭ জানুয়ারি) তিন জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে আছে। আর ১০ ডিগ্রির মধ্যেই আছে আরও সাত জেলা। দিনাজপুর, সৈয়দপুর, বগুড়া, নওগাঁ ও শ্রীমঙ্গল অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৭ দশমিক ৫, যা গতকাল ছিল ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় গতকাল ছিল ১৩ দশমিক ৬, আজ প্রায় একই আছে ১৩ দশমিক ৫; ময়মনসিংহে ছিল ১১ দশমিক ৫, আজ ১১ দশমিক ৩; চট্টগ্রামে ছিল ১৪, আজ ১৪ দশমিক ৪; সিলেটে ছিল ১২, আজ ১১ দশমিক ৫; রাজশাহীতে ছিল ১০ দশমিক ৬, আজ ১১; রংপুরে ছিল ১১, আজ ১০ দশমিক ৫; খুলনায় ছিল ১২ দশমিক ৬, আজ ১৩ দশমিক ৪ এবং বরিশালে ছিল ১০ দশমিক ৬, আজ ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।