সরকারি টাকা খরচে সতর্ক হতে বললেন পরিকল্পনামন্ত্রী

সরকারের কেনাকাটায় সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সোমবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে ‘জনশুমারি ও গৃহগণনা ২০২১’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। কৃষি ‍শুমারিতে ১৩ কোটি টাকা ক্ষতিতে অসন্তুষ্টি প্রকাশ করে এই কথা বলেন তিনি। 

এর আগে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী কৃষি শুমারিতে ১৩ কোটি টাকা ক্ষতি হওয়ার প্রসঙ্গ টানেন। তিনি বলেন, ‘জনশুমারি প্রকল্পে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করছি। কেননা কৃষি শুমারিতে কাগজকলম ব্যবহার করতে গিয়ে ১৩ কোটি টাকা গচ্চা দিতে হয়েছে। অনেক কাগজ নষ্ট হয়েছে, তথ্য ধরা যাচ্ছিল না। পরবর্তীতে অনেক দেনদরবার করে এই টাকা পাস করতে হয়েছিল। এ রকম ঘটনা যেন না ঘটে।’ 

সচিবের পর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী। তিনি কেনাকাটায় সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘সচিব নতুন এসেছেন। আমরাও নতুন। এখানে কিছু কিছু প্রকিউরমেন্ট হয়েছে তিন বছর আগে। সেগুলোর বর্তমান অবস্থা পরখ করে দেখবেন সেগুলো ব্যবহার করা যায় কি না। কারণ যন্ত্রপাতির একটা বয়স আছে। দেখবেন কাজে লাগবে কি না।’ 

মন্ত্রী বলেন, ‘কিছু কিছু ব্যয় আছে আমাদের সাবধানে হতে হবে। যেমন একটা আইটেম হলো প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন। দেখি মাঝেমাঝে ১০ বা ৮ বছর আগের প্রকল্পের খাতা আমার কাছে হাজির হয়ে গেছে রাফ হিসেবে ব্যবহার করার জন্য। অনেক সময় অনেক জায়গায় যাই, পেন্সিল বা কলম চেষ্টা করেও লিখছে না। এগুলো আমরা সবাই বুঝি। সাপ্লাইয়ের মাল যারা দেয়, তারাও তো দু-পয়সা বাঁচাতে চায়। তার কাছে এটা ন্যায় সঙ্গত। আমাদের যত্নবান হতে হবে। প্রকিউরমেন্টে যারা থাকবেন, প্লিজ ভেরি কেয়ারফুল।’

তিনি আরও বলেন, ‘টাকা আমাকে বাঁচাতে হবে। কারণ পরের টাকা তো এটা। জনগণের টাকা। যে লোক টাকা দিচ্ছে সে নিজে কিন্তু খরচ করতে পারছে না। তার ঘরে গিয়ে দেখেন, আমার মতো বসার কোনও চেয়ার-টেবিল নেই। তারা মেঝেতে বসে কাজ করছে। অথচ তারা দেশের মালিক।’

নির্বাচন কমিশনে কাজের অভিজ্ঞতা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমি নির্বাচন কমিশনে চাকরি করেছিলাম কয়েক বছর। নির্বাচনের জন্য কী কী সব সরঞ্জাম কেনা হয়েছিল, হাজার হাজার কেনা হয়েছে। স্টক ছিল, জমে পাথর হয়ে গেছে। এরকম জিনিস আমি দেখে এসেছি ওখানে। এটা হওয়া উচিত নয়।’

আরও পড়ুন- এবার যেন শুমারিতে বাদ না পড়ি: পরিসংখ্যান সচিব