ভ্যাকসিনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী

করোনার ভ্যাকসিনের নিরাপত্তার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভ্যাকসিনের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে।’

বুধবার (২০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভ্যাকসিন বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ ও আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম উপস্থিত ছিলেন।

হাসপাতালগুলোতে টিকা দেওয়া হবে। সেখানে সাধারণ রোগীও থাকবে। রোগীর সঙ্গে স্বজনরাও থাকবে। অনেক মানুষ কৌতূহলী হয়ে দেখতে যাবেন। ফলে স্বাস্থ্যকর্মীরা চাপে থাকবেন। এই ভিড় কী করে এড়াবেন বা টিকার নিরাপত্তা নিশ্চিতের জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে—এসব বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য সচিব বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্পেসিফিক করে ভ্যাকসিনের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘বিমানবন্দরে টিকা গ্রহণ করা থেকে শুরু করে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ভ্যাকসিনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

আব্দুল মান্নান জানান, পুলিশের পাহারায় ঢাকার বাইরে ভ্যাকসিন নিয়ে যাওয়া হবে। কোনও সমস্যা হবে না। আর ঢাকার কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জুয়েনা আজিজ বলেন, ‘ভ্যাকসিন বিষয়ক জাতীয় কমিটি এ নিয়ে সিদ্ধান্ত নিয়েছে। টিকা দেওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনী থাকবে। তারা বিমানবন্দরে গ্রহণ করা থেকে শুরু করে পুরো নিরাপত্তা নিশ্চিত করবে। টিকা যেখানে সংরক্ষণ করা হবে সেখানেও তারা থাকবেন। এমনকি ঢাকা থেকে যখন বিভিন্ন জেলায় নিয়ে যাওয়া হবে, তখনও আইনশৃঙ্খলা বাহিনী থাকবে।’ যখন টিকা দেওয়া হবে—তখন সেখানে আইনশৃঙ্খলা বাহিনী যেন থাকে, মানুষ যেন অযথা ভিড় না করেন, বা সুস্থ পরিবেশে স্বাভাবিকভাবে যেন টিকা দেওয়া যায়, সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জুয়েনা আজিজ।