অনেক রাজনীতিবিদ ভ্যাকসিন নিতে চাইলেও দেওয়া যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে কাজ করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনাতে প্রথমেই করোনার টিকা স্বাস্থ্যকর্মীদের দেওয়ার কথা উল্লেখ রয়েছে। তাই প্রথম দফায় অনেক রাজনীতিবিদ ভ্যাকসিন নিতে ইচ্ছুক হলেও তাদেরকে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।

রবিবার ( ২৪ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তবে পর্যায়ক্রমে রাজনীতিবিদ, বৃদ্ধ থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী আগ্রহী সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামীকাল (২৫ জানুয়ারি) চুক্তি অনুযায়ী আরও ৫০ লাখ ভ্যাকসিন দেশে আসবে। এই ৭০ লাখ ভ্যাকসিন দেশে রাখা ও বিতরণের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সরকারের নেয়া হয়েছে।

গত ৫ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়, ভারতের সেরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে একটি চুক্তি হয়। সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী, বাংলাদেশ পর্যায়ক্রমে তিন কোটি ভ্যাকসিন পাবে।

এর আগে গত ২০ জানুয়ারি দেশে আসে ভারত সরকারের উপহার দেওয়া ২০ লাখ কোভিশিল্ড ভ্যাকসিন।