মুজিববর্ষে ঘর পেলো ৭০ হাজার পরিবার

মুজিববর্ষ উপলক্ষে ৬৯ হাজার ৯০৪টি গৃহহীন পরিবারকে ঘর দিয়ে পুনর্বাসন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংসদের কাজে  দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে ৬৬ হাজার ১৮৯টি পরিবারকে ২ শতাংশ খাসজমি বন্দোবস্তসহ দুই রুম বিশিষ্ট একক সেমিপাকা ঘর এবং ৭৪৩টি ব্যারাকে তিন হাজার ৭১৫টিসহ সর্বমোট ৬৯ হাজার ৯০৪টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী এ কার্যক্রম উদ্বোধন করেন।

এ প্রসঙ্গে তিনি আরেও জানান, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না— প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় জুন ২০২০ তারিখে জেলা প্রশাসনের মাধ্যমে দেশের সকল ভূমিহীন-গৃহহীন পরিবারের তালিকা প্রণয়ন করা হয়েছে। তালিকা অনুযায়ী, দেশে ভূমিহীন-গৃহহীন পরিবারের সংখ্যা দুই লাখ ৯৩ হাজার ৩৬১টি। জমি আছে কিন্তু ঘর নেই— এমন পরিবারের সংখ্যা পাঁচ লাখ ৬২ হাজার ২৬১টিসহ মোট পরিবারের সংখ্যা আট লাখ ৫৫ হাজার ৬২২টি।