স্বাস্থ্যকর্মীদের জন্য ‘সুরক্ষা’ অ্যাপ চালু

করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি সহজ করতে স্বাস্থ্যকর্মীদের জন্য চালু হলো ‘সুরক্ষা’ নামের মোবাইল অ্যাপ। আগামীকাল শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) থেকে এই অ্যাপের ব্যবহার শুরু হবে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সুরক্ষা অ্যাপের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তিনি বলেন, ‘সুরক্ষা মোবাইল অ্যাপ চালু হওয়ায় টিকাদান কার্যক্রম আরও সহজ হবে। টিকাদান কার্যক্রম  আরও গতি পেলো।’

অ্যাপ উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী সরকারের আইসিটি বিভাগকে ধন্যবাদ জানিয়ে বলেন-‘দেশে ভ্যাকসিন প্রদানের শুরুতে বিভিন্ন জোন ভাগ করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনেকখানি সহায়তা করেছে। এখন সুরক্ষা অ্যাপ প্রস্তুত করে সেই সহায়তার হাত আরও প্রসারিত হলো। এই অ্যাপটি হচ্ছে পেপারলেস একটি অন-লাইন কার্যক্রম। এখানে কাগজ-কলমের প্রয়োজন হয় না। অ্যাপটি ব্যবহার করে মানুষের আরও বেশি উপকার হবে।’

জানা গেছে, নতুন চালু হওয়া সুরক্ষা অ্যাপটি শুধু অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করা যাবে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ফেব্রুয়ারি মাসে আরও ২০ লাখ ডোজ টিকা আসবে। বাকিটা আসবে আগামী মাসে।’

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান প্রমুখ।