প্রেস ক্লাব তো আপনাদের, এর নিরাপত্তা নিশ্চিত করুন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেস ক্লাবের ভেতরে বহিরাগতরা যেন ঢুকতে না পারে সে ব্যাপারে কর্তৃপক্ষকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

সোমবার (১ মার্চ) রাজধানীর পুলিশ স্টাফ কলেজে পুলিশ মেমোরিয়াল ডে ২০২১ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জাতীয় প্রেস ক্লাবের নিরাপত্তা রক্ষায় বহিরাগত প্রবেশ ঠেকাতে কর্তৃপক্ষকে আরও সজাগ থাকতে হবে। এ ব্যাপারে কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে। এতে করে যেকোনও ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি এড়ানো সম্ভব। প্রেস ক্লাব তো আপনাদের, আপনারাই এর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করুন।’

তিনি বলেন,  ‘প্রেস ক্লাবে সচরাচর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঢোকে না। তবে রবিবার কয়েকজন বহিরাগত প্রেস ক্লাবে অবস্থান নেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। যে কোনও পরিস্থিতি নিয়ন্ত্রণে এটি পুলিশের একটি কৌশল। পরিস্থিতি মোকাবিলায় দুই-একজন পুলিশ সদস্য প্রেস ক্লাবের ভেতর ঢুকে যায়।’