ইসির তিন কর্মকর্তা নির্বাচনি পদক পাচ্ছেন

নির্বাচনি পদক পাচ্ছেন নির্বাচন কমিশনের তিন জন কর্মকর্তা। জাতীয় নির্বাচনি পদক-২০২১ বিজয়ীরা হলেন, খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. ইউনুস আলী, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. আলাউদ্দীন ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম।

মঙ্গলবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবসের দিন বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হবে। ইসির সিনিয়র সহকারী সচিব (প্রশিক্ষণ সক্ষমতা ও উন্নয়ন) মোহাম্মদ মাসুদুল হক স্বাক্ষরিত এই সংক্রান্ত চিঠিতে সংশ্লিষ্টদের পদক গ্রহণ করার জন্য উপস্থিত থাকতে বলা হয়।

চিঠি থেকে জানা যায়, মো. ইউনুস আলীকে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কিত দায়িত্ব সাফল্যের সঙ্গে সম্পাদন; ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র সেবায় দক্ষতা; পরিবেশ বান্ধব অফিস স্থাপন, হেল্প ডেস্ক ও অভিযোগ বাক্স স্থাপন ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য এই পদক পাচ্ছেন। মো. আলাউদ্দীন এই বছর পদক পাচ্ছেন সাধারণ প্রশাসন ব্যবস্থাপনায়, দক্ষতা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে অবদান; ইভিএম সম্পর্কিত দায়িত্ব পালনে কৃতিত্ব, সার্ভার ম্যানেজমেন্টে দক্ষতা, নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কর্ম সম্পাদনে দক্ষতা এবং নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন প্রশিক্ষণ দক্ষতার সঙ্গে সম্পাদন করার জন্য। আর রৌশন আরা বেগম পদক পাচ্ছেন রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন; জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচনের বিভিন্ন আইন ও বিধিমালা প্রণয়ন ও সংশোধন সংক্রান্ত কার্যাবলী সম্পাদন; কাজের পরিধি ও প্রকৃতি, কার্য সম্পাদনে সততা, নিষ্ঠা ও নতুন কাজের উদ্যোগ গ্রহণের প্রবণতা তার কর্ম প্রয়াশে দৃশ্যমানের জন্য।

পদক পাওয়ার বিষয়ে ইউনুস আলী বলেন, পদক পাওয়ার জন্য কাজ করি না। রাষ্ট্রীয় কাজ পরিচালনা নিজের দায়িত্ব মনেকরি। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করি।
আমার কাজের মূল্যায়ণ করে মাননীয় কমিশন হয়তো পুরস্কৃত করেছেন। এই পদক দায়িত্ব আরও বাড়িয়ে দিলো।