‘বঙ্গবন্ধু ছিলেন সারা বিশ্বের বঞ্চিত মানুষের নেতা’

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশ বা তৃতীয় বিশ্বের নেতা ছিলেন না, তিনি ছিলেন সারা বিশ্বের বঞ্চিত ও নিপীড়িত গণমানুষের নেতা—এমনটাই বলেছেন ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্।   

ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষে ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস আয়োজিত প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন।

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ একটি ‘মহাকাব্য’ উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ সমার্থক।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর কালোত্তীর্ণ ভাষণের ৫০ বছরপূর্তির এই ঐতিহাসিক ক্ষণে তাঁর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে এবং ২০৪১ সালে একটি উন্নত দেশে পরিণত হবে।’

রাষ্ট্রদূতের সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন—সংসদ সদস্য, বিশিষ্ট সমাজকর্মী ও মানবাধিকার ব্যক্তিত্ব অ্যারোমা দত্ত এবং সাংবাদিক, প্রাবন্ধিক, গবেষক ও লেখক সৈয়দ সৈয়দ বদরুল আহসান।  

জুম প্লাটফর্মে আয়োজিত ও ইংরেজিতে পরিচালিত এই অনুষ্ঠানটি দূতাবাসের ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হয়। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেশি ও বিদেশি ব্যক্তিরা এই ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।