স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন আজ। দিবসটি উপলক্ষে জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে অপরূপ আলোকসজ্জা করা হয়েছে। চোখ ধাঁধানো আলোর ঝলকানি উপভোগ করতে এসব স্থাপনার পাশে রাতে রাজধানীবাসীর ভিড় লক্ষ করা গেছে। আমাদের ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেনের ক্যামেরায় উঠে এসেছে সৌন্দর্য্য।