মৃত্যু বেড়েছে ৮৫ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন। এখন পর্যন্ত সরকারি হিসেবে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন আট হাজার ৬৬৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন এক হাজার ৫৭৭ জন, সব মিলিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২০ হাজার ৭১৮জন।

শনিবার ( ২০ মার্চ) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত সপ্তাহের ( ৭ মার্চ থেকে ১৩ মার্চ) তুলনায় চলতি সপ্তাহে ( ১৪ মার্চ থেকে ২০ মার্চ) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে ৮৫ দশমিক ৫৩ শতাংশ। গত সপ্তাহে মারা গিয়েছেন ৭৬ জন আর চলতি সপ্তাহে মারা গেছেন ১৪১ জন। মৃত্যুর হার বেড়েছে ৮৫ দশমিক ৫৩ শতাংশ।

মৃতদের মধ্যে ১৩ জনের বয়স ষাটের বেশি, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন আর ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন চারজন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬ জনের মধ্যে পুরুষ ১৯ জন আর নারী সাতজন। এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন ছয় হাজার ৫৫১ জন আর নারী মারা গেছেন দুই হাজার ১১৭ জন। শতকরা হিসেবে পুরুষ ৭৫ দশমিক ৫৮ শতাংশ আর নারী ২৪ দশমিক ৪২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৬ জন, চট্টগ্রাম বিভাগের ৪ জন আর রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

অধিদফতর জানায়, মৃত্যুর পাশাপাশি গত সপ্তাহের তুলনায় নুমনা পরীক্ষা, শনাক্তের হার এবং সুস্থতার হারও বেড়েছে।