৫০ শিল্পীর ৫০টি চিত্রকর্মের ভার্চুয়াল প্রদর্শনী

বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০জন বিখ্যাত শিল্পীর ৫০টি চিত্রকর্ম নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে নেদারল্যান্ডের বাংলাদেশ দূতাবাস। তবে কোভিড পরিস্থিতি মাথায় রেখে এই প্রদর্শনীটি ভার্চুয়ালি আয়োজন করা হয়।

জয়নাল আবেদিন, কামরুল হাসান, শফিউদ্দিন আহমেদ, এস এম সুলতান, মোহাম্মাদ কিবরিয়া, রশিদ চৌধুরী, মুর্তজা বশির, আমিনুল ইসলাম, হাসেম খান, আব্দুল রাজ্জাক, কাইয়ুম চৌধুরী, দেবদাস চক্রবর্তী, মুস্তফা মনোয়ার, সৈয়দ জাহাঙ্গীর, কাজী আব্দুল বাসেত, আব্দুস সাত্তার, আবু তাহের, রফিকুন নবী, শাহাবুদ্দিন আহমেদ, ফরিদা জামান, রোকেয়া সুলতানা, কনক চাঁপা চাকমা, লায়লা শারমিনসহ মোট ৫০ শিল্পীর চিত্রকর্ম প্রদর্শন করা হয় ৪৩ মিনিটের এই অনুষ্ঠানে। একই সঙ্গে এটি ইউটিউব ও ফেসবুকে এটি প্রদর্শন করা হয়েছে।

এ বিষয়ে রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বলেন, ভার্চুয়াল চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন এর আগে হয়েছে বলে আমার জানা নেই। আমরা এই উদ্যোগটি নিয়েছি নতুন বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য।

তিনি বলেন, কোন কোন চিত্রকর্ম প্রদর্শনীতে যাবে সেটি নির্ধারণ করাটা সহজ কাজ ছিল না। এজন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে।

অনুষ্ঠানের শেষে দক্ষিণ এশিয়ার বিখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম বাঁশি বাজিয়ে শোনান।