পাঁচটি বেড ফাঁকা!

গত পাঁচ দিন ধরে দেশে দৈনিক করোনা শনাক্ত সাড়ে তিন হাজারের বেশি। সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে করোনা ইউনিটে বেড সংকটে পড়েছেন করোনা আক্রান্ত রোগীরা। তবে এ চিত্র রাজধানী ঢাকায় ভয়ঙ্কর আকার ধারন করেছে। রাজধানীতে রোগীদের ফেরত দিতে বাধ্য হচ্ছে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো।

স্বাস্থ্য অধিদফতর শনিবার (২৭ মার্চ) করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, করোনা রোগীদের জন্য নির্ধারিত সরকারি হাসপাতালগুলোর ১০৮টি বেডের মধ্যে রোগী আছেন ১০৩ জন। বেড ফাঁকা রয়েছে মাত্র পাঁচটি।

রাজধানীতে করোনা ডেডিকেটেড কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাপসাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কোনও আইসিইউ বেড ফাঁকা নেই। এ হাসপাতালগুলোর যথাক্রমে ১৬ বেড, ১০ বেড, ১০ বেড, ১৯ বেড ও ১৬ টি বেডের সবগুলোতে রোগী ভর্তি আছেন।

কেবল শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬টি বেডের মধ্যে দুটি, সরকারি কর্মচারী হাসপাতালের ছয়টির মধ্যে একটি ও সংক্রামক ব্যাধি হাসপাতালের ১৫টির মধ্যে দুটি বেড ফাঁকা রয়েছে।

অপরদিকে, অধিদফতরের তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীদের জন্য নির্ধারিত ১৮৮টি বেডের মধ্যে রোগী ভর্তি আছেন ১৪৩ জন, বেড ফাঁকা রয়েছে ৪৫টি।

পুরো ঢাকায় অধিদফতরের তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে মোট আইসিইউ বেড রয়েছে ২৯৬টি, তার মধ্যে রোগী ভর্তি আছেন ২৪৬ জন। বেড ফাঁকা রয়েছে ৫০টি।

সারাদেশে করোনা রোগীদের জন্য মোট আইসিইউ বেড রয়েছে ৫৭৪টি, তার মধ্যে রোগী ভর্তি রয়েছেন ৩৪৮ জন। বেড ফাঁকা রয়েছে ২২৬টি।

উল্লেখ্য, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৬৭৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৯১ হাজার ৮০৬ জন। এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ জন। এ নিয়ে সরকারি হিসেবে মোট মারা গেছেন আট হাজার ৮৬৯ জন।