এইচ টি ইমাম-মওদুদ আহমদসহ বিশিষ্টজনদের প্রতি শোক জানালো সংসদ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এইট টি ইমাম এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ বিশিষ্টজনের মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় সংসদ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে শোক প্রস্তাব তোলেন। পরে সংসদ তা গ্রহণ করে।

এর আগে শোক প্রস্তাবের ওপর আলোচনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বেশ কয়েকজন সংসদ সদস্য আলোচনায় অংশ নেন।

চলতি সংসদের কোনও সংসদ সদস্য মারা গেলে তার প্রতি শ্রদ্ধা জানাতে সংসদের বৈঠকে আলোচনা হয়। আলোচনা শেষে শোক প্রস্তাব গ্রহণ করে রেওয়াজ অনুযায়ী বৈঠক মুলতবি ঘোষণা করা হয়। চলতি সংসদের এমপি সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে গত ১১ মার্চ মারা গেছেন।

শোক প্রস্তাবের ওপর অন্যদের মধ্যে গোপালগঞ্জ-২ আসনের শেখ ফজলুল করিম সেলিম, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, গোপালগঞ্জ-১ আসনের মুহম্মদ ফারুক খান, মৌলভীবাজার-৪ আসনের আব্দুস শহীদ, সিলেট-৬ আসনের নুরুল ইসলাম নাহিদ, মৌলভীবাজার-৩ আসনের নেসার আহমেদ, রাজশাহী-৪ আসনের এনামুল হক, সুনামগঞ্জ-৪ আসনের পীর ফজলুর রহমান, বিএনপির হারুনুর রশীদ বক্তব্য রাখেন।

শোকপ্রস্তাব গ্রহনের পর মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মাহমুদ উস সামাদ চৌধুরী (কয়েস), এইচ টি ইমাম ও ব্যারিস্টার মওদুদ আহমদ ছাড়াও  সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আমান উল্লাহ, সাবেক এমপি  ও গণপরিষদ সদস্য তোয়াবুর রহমান, সাবেক এমপি আ. মজিদ মন্ডল, সাবেক এমপি মুনসুর আহমেদের মৃত্যুতে সংসদ শোক জানিয়েছে।

সংসদ শোক জানিয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ, সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক সিকদার, ভাষা সৈনিক আলী তাহের মজুমদার, সাংবাদিক কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সিনিয়র সাংবাদিক শাহীন রেজা নূর, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আবুল হাসনাত, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ, শ্রম আপিল ট্র্যাইব্যুনালের চেয়ারম্যান সাবেক আইন সচিব বিচারপতি মো. আব্দুল হাই, সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিকের মা জাহান আরা চৌধুরী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহর স্ত্রী অধ্যাপক মাহমুদা বেগম, বিশিষ্ট অভিনেতা এ টি এম শামসুজ্জামান ও মুজিবুর রহমান দিলু এবং নটরডেম কলেজের সাবেক অধ্যক্ষ ফাদার জে এস পিশোতো’র মৃত্যুতে।

এছাড়া সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. দেলোয়ার হোসেন, অফিস সহায়ক মো. রুহুল আমিন ও মিজানুর রহমানের মৃত্যুতেও সংসদ শোক জানিয়েছে।

আরও পড়ুন- শুরু হলো সংসদের দ্বাদশ অধিবেশন