বাস-লঞ্চ-ট্রেন চলছে না

রাজধানী ঢাকা থেকে দূরপাল্লার কোনও বাস ছেড়ে যায়নি। পাশাপাশি দূরপাল্লার কোনও গণপরিবহনকেও ঢাকায় ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া কমলাপুর রেল স্টেশন থেকে কোনও যাত্রীবাহী ট্রেন এবং সদরঘাট থেকে কোনও লঞ্চও ছেড়ে যায়নি। গণপরিবহনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিছুটা কড়াকড়ি অবস্থানে থাকতে দেখা গেছে।গণপরিবহন না চললেও যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে

সোমবার (৫ এপ্রিল) সকালে গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে পুরো কাউন্টারই ফাঁকা। সেখান থেকে দূরের কোনও গন্তব্যে কোনও বাস ছাড়ছে না। পাশাপাশি অন্য কোনও জেলা থেকে কোনও বাসও আসছে না। অধিকাংশ কাউন্টার বন্ধ রয়েছে। যে কয়েকটিকে খোলা দেখা গেছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত রয়েছে।গণপরিবহন না চললেও যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে

জানতে চাইলে পূর্বাশা পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা নাইমুল ইসলাম বলেন, ‘কোনও বাস ছাড়ার সুযোগ নেই। কেউ বাস নিয়ে যাত্রা দিলে জরিমানা করে দেওয়া হয়। দুপুর পর্যন্ত একটি গাড়িও ছেড়ে যায়নি। আবার কোনও গাড়িও আসেনি।’দুয়েকটি বাস অল্প যাত্রী নিয়ে চলার চেষ্টা করে, তবে পুলিশ বাধা দেয়

এদিকে রাজধানীর বাইরে থেকে ঢাকায় প্রবেশের সময় পুলিশ কয়েকটি বাস আটকে দেয় বলে খবর পাওয়া গেছে। একই সময় পরিবহন না পেয়ে গাবতলী থেকে আমিনবাজার ব্রিজ হয়ে সাভারের দিকে বহু মানুষকে হেঁটে ঢাকা ছাড়তে দেখা গেছে।ফাঁকা রাজপথ

একই চিত্র দেখা গেছে সায়েদাবাদ টার্মিনালেও। সেখান থেকেও দূরপাল্লার কোনও বাস ছেড়ে যায়নি। কাউন্টারগুলো বন্ধ রয়েছে।সদরঘাট ফাঁকা

জানতে চাইলে হানিফ কাউন্টারের টিকিট বিক্রেতা ইকবাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লকডাউনের কারণে সব গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। সে জন্য কোনও বাস ছাড়ছে না। তবে যাত্রীরা এসে টিকিট চাচ্ছেন।’

এদিকে পরিবহন না পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে যাত্রীরা। সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।সদরঘাট ফাঁকা

একই চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনালের। সোমবার সকাল থেকে সদরঘাট থেকে কোনও লঞ্চ ছেড়ে যায়নি। পাশাপাশি দূরপাল্লার কোনও লঞ্চও টার্মিনালে ভেড়েনি।

জানতে চাইলে ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারি প্রজ্ঞাপন জারির পর সোমবার সকাল থেকে কোনও লঞ্চ সদরঘাট ছাড়েনি। পাশাপাশি সদরঘাটেও যাত্রীবাহী কোনও লঞ্চ আসেনি। আমরা বিষয়টির ওপর কড়াকড়ি নজর রাখছি।’রাজধানীতে গণপরিবহন চোখে পড়েনি

এদিকে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন যোগাযোগ। রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, শুধু জরুরি খাদ্য ও পণ্যবাহী ছাড়া সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলা চল বন্ধ রয়েছে।

ছবি: নাসিরুল ইসলাম।