‘সরকার আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধ পরিকর’

প্রধানমন্ত্রী আধুনিক, উন্নততর ও যুগোপযোগী একটি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। এজন্য নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ন্যাশনাল ডিফেন্স কলেজের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের প্রশিক্ষণার্থীদের মতবিনিময় সভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এ কথা বলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, রবিবার (১১ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ন্যাশনাল ডিফেন্স কলেজের আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২১ এ অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কোর্সের অংশ হিসাবে এনডিসি কর্তৃপক্ষ প্রশিক্ষণার্থীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি পরিদর্শন কার্যক্রম গ্রহণ করেন। বর্তমান কোভিড পরিস্থিতি বিবেচনায় উক্ত পরিদর্শনের পরিবর্তে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ন্যাশনাল ডিফেন্স কলেজের পক্ষে সংশ্লিষ্ট ফ্যাকাল্টি অফিসার, কোর্স মেম্বার এবং স্টাফ অফিসারগণ অনলাইনে সংযুক্ত ছিলেন। সভায় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর অধীন দফতর ও সংস্থার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একইসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের ওপরে একটি ডকুমেন্টাররি উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় সম্পর্কে সভায় অবহিত করা হয়। প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং উপস্থিত অন্যান্য কর্মকর্তাগণ।