আজ শেষ হচ্ছে না লকডাউন

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউন আজ বুধবার (২১ এপ্রিল) মধ্যরাতে শেষ হওয়ার কথা থাকলেও শেষ হচ্ছে না। মঙ্গলবার (২০ এপ্রিল) নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। বর্ধিত লকডাউনেও চলমান বিধিনিষেধ থাকবে। তবে নতুনভাবে কিছু সিদ্ধান্ত হয়েছে আরও কিছু বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

নতুন লকডাউনের সময় বিশেষ বিশেষ ফ্লাইট চলবে। এর আগে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজিত এক সভায় লকডাউন এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়।

করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার নেওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার প্রথমে ৫ এপ্রিল থেকে ৭ দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও ২ দিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪-২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ দেয়।

চলবে আভ্যন্তরীণ ফ্লাইট

বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান মঙ্গলবার জানান, বুধবার থেকে সীমিত সংখ্যায় অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল করবে। কোনও গন্তব্য থেকে সর্বোচ্চ কি পরিমাণ ফ্লাইট চলাচল করবে তা সার্কুলারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

মূলত প্রবাসী কর্মীরা যারা রাজধানীর বাইরে থেকে এখানে আসেন তাদের যাতায়াতের সুবিধার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দোকানপাট আরও কয়েকদিন পর 

আগামী সোমবার (২৬ এপ্রিল) থেকে দেশের সব দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়া হতে পারে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যার পর তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আশা করছি, প্রধানমন্ত্রী আগামী সোমবার থেকে দেশের দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার ব্যবস্থা করবেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ব্যক্তিগতভাবে  কথা হয়েছে।

প্রসঙ্গত, লকডাউনে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ রয়েছে। তবে বিমান, সমুদ্র, নৌ ও স্থলবন্দর এবং এ সংক্রান্ত অফিসগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে। গণমাধ্যমসহ জরুরি সেবা কার্যক্রমও চলবে। প্রথমে ব্যাংক বন্ধের ঘোষণা দিলেও পরে তা আবার খোলার সিদ্ধান্ত হয়। আর শিল্প কারখানাগুলো নিজস্ব ব্যবস্থাপনায় চালু আছে। যদিও খোলা অফিসগুলো তাদের স্টাফদের নিজস্ব ব্যবস্থাপনায় যাতায়াতে সহযোগিতা করার কথা থাকলেও গত সাত দিনে তা বাস্তবায়ন সম্ভব হয়নি।