থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

থাইল্যান্ডে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল হাই ব্যাংককের দুসিত প্রাসাদে থাইল্যান্ডের রাজা মাহাভাজিরালংকর্নের নিকট তার পরিচয়পত্র পেশ করেছেন।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে পরিচয়পত্র গ্রহণের সময় রাজা রাষ্ট্রদূত মো. আব্দুল হাইকে থাইল্যান্ডে স্বাগত জানান।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজা মাহাভাজিরালংকর্ন যুবরাজ থাকাকালীন দুইবার বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করেন এবং বাংলাদেশের জনগণের উষ্ণ আতিথেয়তার কথা তাকে মুগ্ধ করেছে বলেও উল্লেখ করেন।

রাষ্ট্রদূত মো. আব্দুল হাই রাজার নিকট বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন পৌঁছে দেন এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে রাজা হিসাবে পুনরায় বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

রাষ্ট্রদূত ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত ছিলেন বিধায় রাজা থাইল্যান্ডে পরিচিত পরিবেশে তার সাফল্য কামনা করেন।

পরিচয়পত্র পেশ শেষে থাইল্যান্ডে নবনিযুক্ত রাষ্ট্রদূতবৃন্দের সম্মানে একটি অভ্যর্থনার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি থাইল্যান্ডের জাতীয় গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে সম্প্রচারিত হয়।