চীন থেকে ভ্যাকসিন উপহার পাচ্ছে বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, চীনের পক্ষ থেকে ৫ বা ৬ লাখ ভ্যাকসিন উপহার হিসেবে পাবে বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) নিজ বাসভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘চীনে যেসব ছাত্র পড়তে যায় এটি তাদের দাবি। এছাড়া অনেকে ব্যবসা করার জন্য চীনে যায় এবং ওই দেশের ভ্যাকসিন নিলে তাদের সুবিধা হয় এবং তারা সহজে যেতে পারবে।’

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

রাশিয়ার সঙ্গে ভ্যাকসিন সংক্রান্ত চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘কিছু আমরা নগদ টাকা দিয়ে কিনে নেবো। কিছু আমরা এখানে উৎপাদন করবো। এর ফর্মুলা আমরা কাউকে দিতে পারবো না। ’

রাশিয়ার ভ্যাকসিনের দাম অনেক বেশি জানিয়ে তিনি বলেন, এখানে কিছু উৎপাদন হবে। তবে উৎপাদন কাল থেকেই শুরু করা যাবে না, এর জন্য সময় লাগবে।