৮৫ লাখ টিকা দেওয়া শেষ

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে বুধবার (২৮ এপ্রিল) পর্যন্ত  টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৬৪৬ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৬ লাখ ৯৮ হাজার ১৫৫ জন। অর্থাৎ, দুই ডোজ মিলিয়ে মোট ৮৫ লাখ ১৭ হাজার ৮০১ ডোজ টিকা দেওয়া হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

উল্লেখ্য, সোমবার (২৬ এপ্রিল) থেকে প্রথম ডোজের টিকা দেওয়া বন্ধ ঘোষণা করলেও আজ ৩০ ব্যক্তিকে প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এদিন দুই ডোজ মিলিয়ে টিকা নিয়েছেন ১ লাখ ১৯ হাজার ১০১ জন। তাদের মধ্যে কারও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি বলে জানায় অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, বুধবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশে টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৪ হাজার ৪৮৪ জন। 

উল্লেখ্য, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।