মিশনে জনবল ও সরঞ্জাম বাড়াতে চায় বিমান বাহিনী

জাতিসংঘ সদর দফতরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। বৈঠকে তিনি বিমান বাহিনীর জনবল ও সরঞ্জাম বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, গত ১৪ মে এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত দুই সফরসঙ্গীসহ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

আইএসপিআর জানায়, জাতিসংঘ সদর দফতরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর জনবল ও সরঞ্জাম বাড়ানো, শান্তিরক্ষীদের টিকাদান, অত্যাধুনিক সি-১৩০ জে পরিবহন বিমান মোতায়েন ও মহিলা শান্তিরক্ষীদের অংশগ্রহণ বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউনের এবং ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সির পরিচালক হেইডি গ্রান্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করবেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এভিয়েশন কোম্পানি লকহেড মার্টিন ও বোয়িংসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। এসময় তিনি এভিয়েশন এবং সামরিক সরঞ্জামাদির ওপর উপস্থাপিত আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি সেখানে বাংলাদেশ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করবেন।