যক্ষ্মার ভয়াবহতা দূর করতে সহযোগিতা চাইলেন বঙ্গবন্ধু

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ৩ জুনের ঘটনা।)

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যক্ষ্মার অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী এ ব্যাপারে দেশপ্রেমিক নাগরিকের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। ১৯৭৩ সালের এই দিনে সারা দেশে সপ্তাহব্যাপী যক্ষ্মা উচ্ছেদ অভিযানের উদ্বোধনকালে বঙ্গবন্ধু এ কথা বলেন। বঙ্গবন্ধু বলেন, জাতীয় পুনর্গঠনের কাজ সম্পন্ন করতে হলে দেশে সুস্থ, স্বাস্থ্যবান ও কর্মক্ষম জনশক্তি প্রয়োজন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যক্ষ্মা সমিতি যক্ষ্মা উচ্ছেদ অভিযান শুরু করছে জেনে আমি খুশি হয়েছি। যক্ষ্মার প্রসার উদ্বেগজনক অবস্থা সৃষ্টি করেছে। তাদের আন্তরিক প্রচেষ্টার দ্বারা তারা তাদের লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রিসভার বৈঠকে আইনশৃঙ্খলা ও খাদ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এদিন সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের আইনশৃঙ্খলা, খাদ্য ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা হয় বলে জানা যায়।

দারিদ্র্য, পুষ্টিহীনতা, অত্যধিক পরিশ্রম ঘনবসতি অস্বাস্থ্যকর পরিবেশ জনস্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতা কুসংস্কার প্রভৃতি কারণে বাংলাদেশের ৪০ লাখ লোক যক্ষ্মা রোগে ভুগছিল। পরিসংখ্যান অনুযায়ী প্রতিবছর এক লাখ মানুষ যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছিল এবং আরও ১ লক্ষ লোক নতুনভাবে এই রোগে আক্রান্ত হচ্ছিল।

ন্যায্যমূল্যের দোকান ক্রেতা সমবায় ব্যবস্থাধীনে আনার সুপারিশ

জনসাধারণের মধ্যে বিভিন্ন ভোগ্যপণ্য গন্তব্যের উদ্দেশ্যে এক বছর আগে কনজুমার্স সাপ্লাই করপোরেশন গঠিত হলেও তা সফল হয়নি বলে মনে করছিলেন সংশ্লিষ্ট মহল। শুধু তা-ই নয়, যদি অবিলম্বে সাপ্লাই করপোরেশনের জন্য একটি বাস্তবমুখী কার্যক্রম গ্রহণের মাধ্যমে ভোগ্যপণ্য সরবরাহের ব্যবস্থা না নেওয়া হয় তাহলে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। এক বছর আগে সাপ্লাই করপোরেশন মাত্র এক কোটি টাকা মূলধন নিয়ে কাজ শুরু করলেও গত এক বছরে প্রতিষ্ঠানটি ব্যাংকের কাছ থেকে ৯ কোটি টাকা ঋণ গ্রহণ করেছে বলে জানা যায়।

প্রাথমিক শিক্ষকদের সরকারি কর্মচারী মর্যাদা লাভ

প্রাথমিক শিক্ষকদের সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মালেক উকিল। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় পাঠাগার স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী তার ভাষণে এ কথা বলেন। তিনি বলেন, এখন থেকে প্রাথমিক শিক্ষকদের দায়িত্ব বৃদ্ধি পেলো। তিনি আশা প্রকাশ করেন, দেশের নাগরিকদের উপযুক্ত শিক্ষা দেওয়া এবং সামাজিক অপরাধ দূরীকরণে প্রাথমিক শিক্ষকরা তাদের মনোভাব ও আন্তরিকতা নিয়ে কাজ করবেন।

ভারত সীমান্তে পাকিস্তানি বাহিনীর তৎপরতা

ভারতে প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রাম বলেন, ভারতের পশ্চিম সীমান্তের ওপারে পাকিস্তানি সেনাবাহিনী জোর সামরিক তৎপরতা শুরু করেছে। সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি বলেন, পাকিস্তানি সৈন্যরা ভারত সীমান্তের ওপারের তৎপর রয়েছে বলে খবর আমরা পেয়েছি। তবে তাতে বিমর্ষ হওয়ার কারণ নেই। ভারত সরকার এ বিষয়ে সচেতন রয়েছে। সর্বশেষ পরিস্থিতি সম্পূর্ণ সতর্কতার সঙ্গে লক্ষ করা হচ্ছে। চীন পাকিস্তানকে টিইউ-১৬ বোমারু বিমান দিয়ে থাকলে তা প্রকৃতই ভারতের পক্ষে কোনও হুমকি হয়ে দাঁড়াবে কিনা প্রশ্ন করা হলে জগজীবন রাম বলেন, ভারত যেকোনও পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম। ভারতের ওপর হামলা করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।