মূল্যস্ফীতি কমেছে: পরিকল্পনামন্ত্রী

চলতি বছরের এপ্রিল মাসের তুলনায় মে মাসে সার্বিক মূল্যস্ফীতি কমেছে। মঙ্গলবার (৮ জুন) একনেক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। তিনি বলেন, ‘এক মাসের ব্যবধানে মে মাসে মূল্যস্ফীতি কমার এই হার দশমিক ৩০ শতাংশ।’

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, ২০২১ সালের মে মাসে মূল্যস্ফীতির হার জাতীয় পর্যায়ে ছিল ৫ দশমিক ২৬ শতাংশ, যা এপ্রিলে ছিল ৫ দশমিক ৫৬ শতাংশ। ২০২০ সালের মে মাসে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৩৫ শতাংশ।

বিবিএস জানায়, ২০২১ সালের মে মাসে খাদ্য-বহির্ভূত উপ-খাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে শতকরা ৪ দশমিক ৮৭ ভাগ এবং ৫ দশমিক ৮৬ ভাগ, যা এপ্রিলে ছিল যথাক্রমে শতকরা ৫ দশমিক ৫৭ ভাগ এবং ৫ দশমিক ৫৫ ভাগ। 

প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘চলতি বছরের এপ্রিলে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৫৬ শতাংশ। মে মাসে এসে সেই মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ২৬ শতাংশ। তার মানে দশমিক ৩০ শতাংশ মূল্যস্ফীতি কমেছে, যা আমাদের জন্য ভালো সংবাদ।’