জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশের বেশি হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, অর্থবছরের শেষের দিকে সামষ্টিক অর্থনীতির গতিধারা যেভাবে পজিটিভলি টার্নওভার করেছে তাতে আমরা আমরা বিশ্বাস করি চলতি ২০২০-২১ অর্থবছর ৬ দশমিক ১-এর ওপরে আমরা অর্জন করতে পারব। সেটি দক্ষিণ এশিয়ায় সবার ওপরে হবে। বুধবার (৯ জুন) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

অর্থমন্ত্রী জানিয়েছেন, চলতি ২০২০-২১ অর্থবছরে দেশে জিডিপির হার হবে ৬ দশমিক ১ শতাংশেরও বেশি, যা হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ায় সবার ওপরে। অর্থমন্ত্রী বলেন, ২০২১-২২ অর্থবছর সম্পর্কে আমাদের প্রজেকশন যেটি আছে সেটিও বাস্তবায়ন করতে পারবো।

অর্থমন্ত্রী আরও বলেন, পার্বত্য অঞ্চল বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে আমাদের কানেকটিভিটি বাড়াতে হবে। এর জন্য অপটিক্যাল ফাইবার ক্যাবল সংযোগ স্থাপন করতে হবে। তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগ কাজটি করবে।