শুক্রবার থেকে রাজশাহীগামী ট্রেন চলাচল বন্ধ

আগামীকাল শুক্রবার (১১ জুন) সকাল থেকে রাজশাহীগামী সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী।

তিনি বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্তের ধারাবাহিকতায় রাজশাহীগামী সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে, যা কার্যকর হবে শুক্রবার সকাল থেকে।

এদিকে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সফিকুর রহমান এক বার্তায় জানান, ১১ জুন মধ্যরাত হতে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত  রাজশাহী হতে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী সকল ট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।