টানা দুদিন সর্বোচ্চ মৃত্যু খুলনায়

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন। তার মধ্যে খুলনা বিভাগেরই রয়েছেন ৩৬ জন। গতকাল ( ২২ জুন) মারা গিয়েছেন ৭৬ জন। ওই ৭৬ জনের মধ্যে ২৭ জনই ছিলেন খুলনার।

করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আজ বুধবার (২৩ জুন) জানায়, ৮৫ জনের মধ্যে খুলনা বিভাগের ৩৬ জন ছাড়া ঢাকা বিভাগের আছেন ১৯ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, রাজশাহী বিভাগের ১৮ জন, ময়মনসিংহ বিভাগের আছেন তিনজন আর বরিশাল ও রংপুর বিভাগের আছেন তিনজন করে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৭২৭ জন। তাদের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৯৫ জন, ময়মনসিংহ বিভাগে শনাক্ত হয়েছেন ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে শনাক্ত হয়েছেন ৬৬৭ জন, রাজশাহী বিভাগে শনাক্ত হয়েছেন ৮৪৭ জন, রংপুর বিভাগে শনাক্ত হয়েছেন ২৬৬জন, খুলনা বিভাগে শনাক্ত হয়েছেন ৯০৩ জন, বরিশাল বিভাগে শনাক্ত হয়েছেন ৮৩ জন আর সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ১৯ জন।