বঙ্গবন্ধু সফরে বের হবেন

বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ২৭ জুনের ঘটনা।)

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেওয়ানগঞ্জ, সিরাজগঞ্জ ও কুড়িগ্রামের বন্যা উপদ্রুত এলাকাগুলোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। বাসসের খবরে বলা হয়, দুর্গত এলাকা সফর শেষে ঢাকা প্রত্যাবর্তনের আগে নাটোরের উত্তরা গণভবনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে উচ্চপর্যায়ের সম্মেলন শেষে প্রধানমন্ত্রী ঢাকা ফিরবেন। সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন বন্যা নিয়ন্ত্রণমন্ত্রী খন্দকার মোশতাক আহমদ, ভারপ্রাপ্ত ত্রাণমন্ত্রী সোহরাব হোসেন ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ।

 খাবার পানির সঙ্কট

দেশের বন্যাকবলিত উত্তরাঞ্চলের কতিপয় এলাকায় অনেকগুলো টিউবওয়েল ডুবে গিয়ে খাবার পানির তীব্র সঙ্কট দেখা দেয়। তবে ১৯৭৩ সালের এদিন, দেশের সামগ্রিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। অপরপক্ষে গাইবান্ধার এক খবরে প্রকাশ, গাইবান্ধা মহকুমার ব্রহ্মপুত্রের পাড় ধসে ১৬টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বগুড়া, জয়পুরহাট সড়কের মাঝে মাঝে ডুবে গিয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উপদ্রুত এলাকায় জনসাধারণ খাল-বিলের দূষিত পানি পান করে পেটের পীড়ায় ভুগছে। পাবনা ও গাইবান্ধায় এ সমস্যা প্রকট আকারে দেখা দিয়েছে।

এদিকে জামালপুরে বন্যাদুর্গত এলাকায় গুটিবসন্তের প্রাদুর্ভাবের খবর পাওয়া যায়। বন্যা উপদ্রুত অঞ্চলের নলকূপগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় হতভাগ্য মানুষ নিরুপায় হয়ে ওঠে।

 ভাঙনরোধে জরিপ চলছে

বন্যা নিয়ন্ত্রণ ও প্রাণিসম্পদ বিভাগের মন্ত্রী খন্দকার মোশতাক আহমদ জানান, দেশের বিভিন্ন নদীর ভাঙন রোধ করার উদ্দেশ্যে সরকার ব্যাপক জরিপ অনুসন্ধানের কাজে হাত দিয়েছে। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আকার ও প্রকৃতির বিচারে পৃথিবীর বৃহত্তম নদীগুলোর মধ্যে অন্যতম ব্রহ্মপুত্র ও গঙ্গায় বিপুল পরিমাণ পানি আসে। এর দ্বারা গঠিত এখানকার সমতলভূমিতে নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে এবং অদূর ভবিষ্যতে আরও পরিবর্তনের সম্ভাবনা আছে। নদীর গতি পরিবর্তন ও প্রভাবের কারণে দেশের বিভিন্ন শহর বন্দরের চাষের জমি নদীগর্ভে বিলীন হয়। এটা একটা বিরাট সমস্যা। তিনি জানান, এ পর্যন্ত আনুমানিক কত বর্গমাইল এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে তার হিসেব করা হচ্ছে। বাংলাদেশ কমপক্ষে আট হাজার ৫ শ’ মাইল দীর্ঘ নদীর নিয়ন্ত্রণ ও ভাঙন রোধ দুরূহ, সম্পদ ও সময়সাপেক্ষ কাজ।

 আটক বাঙালি প্রশ্নে বিশ্ব জনমত গড়ে তোলা হচ্ছে

পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেন এদিন জাতীয় সংসদে বলেন যে পাকিস্তানের বাঙালিদের আটক রাখার বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তোলার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কে এম ওবায়দুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে পাকিস্তানে প্রায় তিন লাখ বাঙালি আটক আছে। বাসসের খবরে জানা যায়, গৃহীত ব্যবস্থাগুলোর বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, বাঙালিদের বিষয়ে পাকিস্তানের ওপর প্রভাব বিস্তারের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, আন্তর্জাতিক সংস্থা প্রধান, জাতিসংঘ ও অন্যান্য সংস্থার প্রতি আহ্বান জানানো হয়েছে।

 মাধ্যমিক শিক্ষকদের প্রতীকী ধর্মঘট

বাংলাদেশ বেসরকারি উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক তাদের ৭ দফা দাবি আদায়ের উদ্দেশ্যে এদিন প্রতীকী ধর্মঘট পালন করেন। এ উপলক্ষে তারা ক্লাস বর্জন করেন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন চৌধুরী জানান, দেশের প্রায় সাড়ে সাত হাজার উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক স্কুলে কর্মরত প্রায় ৪০ হাজার শিক্ষক ও অন্যান্য কর্মচারী এ প্রতীকী ধর্মঘট অংশ নিয়েছে। তিনি আরও জানান, এটা তাদের দ্বিতীয় পর্যায়ের সংগ্রাম। তৃতীয় পর্যায়ে তারা অবিরাম ধর্মঘট শুরুর ঘোষণা দেন।