বিবিএসকে নিট অ্যান্ড ক্লিন তথ্য দিতে হবে: পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) নিট অ্যান্ড ক্লিন ও প্রিসাইজ তথ্য দিতে হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সোমবার (২৮ জুন) বিবিএসের ‘ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২০’ প্রতিবেদন প্রকাশের সময় এসব কথা বলেন তিনি।

এ সময় পরিকল্পনামন্ত্রী প্রশ্ন করেন, আদমশুমারির তথ্যের জন্য কেন পাঁচ, সাত বা ১০ বছর অপেক্ষা করতে হবে? সরকারের তথ্যে অনেকে খুঁত-খুঁত করে, সন্দেহ করে। কেন সরকার একটা বাটনে ক্লিক করে একটা ইউনিয়নের রিয়েল টাইম তথ্য পাবে না? বিবিএসকে অবশ্যই নিট অ্যান্ড ক্লিন ও প্রিসাইজ তথ্য দিতে হবে বলেও জানান পরিকল্পনামন্ত্রী।
সরকার ও জনগণ কেন রিয়েল টাইম তথ্য পাবে না, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কাছে এমন প্রশ্নও করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমি সুনামগঞ্জের গ্রামে জন্মেছি। সেই সময় কয়েক মাইলের মধ্যে বিদ্যুৎ ছিল না। সুনামগঞ্জ শহরে এলে কোর্টের আশপাশে কিছু বিদ্যুতের আলো দেখতে পেতাম। এখন যখন গ্রামে যাই, দেখি বিদ্যুৎ ছাড়া কোনও পরিবার নেই।