আজও করোনায় সবচেয়ে বেশি মৃত্যু খুলনাতে

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৩ জন। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত এটাই দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এই ১৪৩ জনের মধ্যে ৪৬ জনই খুলনা বিভাগের, যা দেশের অন্যান্য বিভাগের তুলনায় বেশি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, আজকে নিয়ে গেল প্রায় এক সপ্তাহ ধরে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দেশের আট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি খুলনা বিভাগে।

এর আগে গতকাল ৩০ জুন মারা যাওয়া ১১৫ জনের মধ্যে ৩০ জন ছিলেন খুলনার, গত ২৯ জুন ১১২ জনের মধ্যে ৩৫ জন, ২৮ জুন ১০৪ জনের মধ্যে ৩৫ জন, ২৭ জুন ১১৯ জনের মধ্যে ৩২ জন, ২৫ জুন ১০৮ জনের মধ্যে ২৭ জন, ২৪ জুন ৮১ জনের মধ্যে ২৩ জন, ২৩ জুন মারা যাওয়া ৮৫ জনের মধ্যে ৩৬ জন এবং গত ২২ জুন মারা যাওয়া ৭৬ জনের ২৭ জনই ছিলেন খুলনার বাসিন্দা।

এর মধ্যে কেবল গত (২৬ জুন) একদিনে আট বিভাগের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে, সেদিন ওই বিভাগে ২০ জনের মৃত্যুর তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদফতর।