মৃত্যু বেশি খুলনায়, সর্বোচ্চ রোগী ঢাকায়

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রোগী শনাক্ত ও সর্বোচ্চ মৃত্যু হয়েছে দেশে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২৩০ জনের মৃত্যু আর ১১ হাজার ৮৭৪ জনের শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। করোনাকালে একদিনে এত মানুষের মৃত্যু ও শনাক্ত এই প্রথম দেখলো বাংলাদেশ।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে খুলনা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৬৬ জন। ঢাকা বিভাগের আছেন ৫৬ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, রাজশাহী বিভাগের ২৬ জন, খুলনা বিভাগের ৬৬ জন, বরিশাল ও সিলেট বিভাগের আট জন করে, রংপুর বিভাগের ২২ জন আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন পাঁচ জন।

অপরদিকে, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকায়। দেশের আট বিভাগের মধ্যে পাঁচ বিভাগেই শনাক্ত হাজার ছাড়িয়েছে। ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন চার হাজার ৯৬১ জন, ময়মনসিংহ বিভাগে ৫৫৬ জন, চট্টগ্রাম বিভাগে এক হাজার ৫৫৩ জন, রাজশাহী বিভাগে এক হাজার ১৫৩ জন, রংপুর বিভাগে ৭৪৮ জন, খুলনা বিভাগে এক হাজার ৫৯১ জন, বরিশাল বিভাগে ৭১০ জন আর সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ৬০২ জন।