সংবিধানের প্রথম সংশোধনী বিল উত্থাপন

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ১২ জুলাইয়ের ঘটনা।)

১২ জুলাই বৃহস্পতিবার আইনমন্ত্রী মনোরঞ্জন ধর সংবিধান সংশোধনের জন্য জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করেন। এই বিলটির উদ্দেশ্য হলো গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক অপরাধের অপরাধীদের বিচারের ব্যবস্থা করার জন্য রাষ্ট্রকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া। সংবিধানের প্রথম সংশোধনী বিলটি সংসদে গৃহীত হলে পাকিস্তানের যুদ্ধবন্দিদের দীর্ঘ প্রতীক্ষিত বিচার অনুষ্ঠানের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা যাবে। বিলটিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৭ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব করা হয়েছে। সংসদ বিলটি অনুমোদন করলে সংবিধান আইন (সংশোধিত) ১৯৭৩ নামে অভিহিত হবে এবং অবিলম্বে তা বলবৎ হবে।

সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধন বিলে মানবতাবিরোধী যুদ্ধাপরাধী, আন্তর্জাতিক অপরাধের অপরাধীদের বিচারের জন্য সংবিধানের ৪৭-এর (২)-এর পরে একটি অংশযুক্ত করা হবে। এবং ৪৭ অনুচ্ছেদের পরে নতুন করে ৪৭ (ক) অনুচ্ছেদের প্রস্তাব করা হয়েছে। সংবিধানের ৪৭ অনুচ্ছেদের সংশোধন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৭ অনুচ্ছেদ সংশোধনের পরে ৪৭-এ থাকা দুই দফার পরে তৃতীয় দফা যুক্ত হবে। যেখানে বলা হবে, এ সংবিধানে যা বলা হয়েছে তা সত্ত্বেও কোন সশস্ত্র প্রতিরক্ষা বাহিনীর সদস্য বা গণহত্যা যুদ্ধাপরাধ মানবতাবিরোধী অপরাধ যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের জন্য আটক করার, ফৌজদারিতে সোপর্দ করার কিংবা দণ্ডদানের বিধান সংবলিত কোনও আইন বা আইনের বিধান এই সংবিধানের কোনও বিধানের সঙ্গে অসামঞ্জস্য বা এই কারণে বাতিল বা বেআইনি বলে গণ্য হবে না কিংবা কখনও বাতিল বা বেআইনি হয়েছে বলে গণ্য হবে না।

২০ জুলাই ভারত-পাকিস্তান কাঙ্ক্ষিত বৈঠক

সরকারি মহল থেকে বলা হয় যে ২৪ জুলাই ইসলামাবাদে ভারত-পাকিস্তান বৈঠক শুরু হবে। ভারত বাংলাদেশ যুক্ত ঘোষণার প্রস্তাব বাস্তবায়নের বিষয়টি ইসলামাবাদ বৈঠকে আলোচনা হবে। বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির বিশেষ দূত পিএন হাকসার ও পাকিস্তান থেকে প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্র দফতরের স্টেটমন্ত্রী জনাব আজিজ আহমদ।

আরও ১২৩ আটক বাঙালি ঢাকা আসেন

পাকিস্তান থেকে আরও ১২৩ জন বাঙালির দলটি ঢাকায় এসে পৌঁছায় এইদিনে। জাতিসংঘের চার্টার্ড করা এরিয়ানা আফগান এয়ারলাইন্সের বিমানে করে তারা ঢাকায় আসেন। ঢাকায় এদের আসার মধ্য দিয়ে ফিরে আসাদের মোট বাঙালিদের সংখ্যা দাঁড়াল ২৫০। আরও বেশ কিছু সংখ্যক আটকদের নিয়ে তৃতীয় দলটিও এরইমধ্যে পৌঁছাবে। এই দফায় মোট ৪৬৪ আটক বাঙালিকে আইসিআরসি ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে। প্রথমদিন আসাসহ এই ব্যক্তিদেরও থাকা খাওয়ার ব্যবস্থা ত্রাণ মন্ত্রণালয় করার কথা জানানো হয়।

বঙ্গবন্ধুর সঙ্গে ইরাকি চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

এইদিন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইরাকি চার্জ দ্য অ্যাফেয়ার্স হাসান আল আম্বারি গণভবনে সাক্ষাৎ করেন। সাক্ষাতের পরে সাংবাদিকদের তিনি বলেন, এই সাক্ষাৎকারের উদ্দেশ্য ছিল মূলত বাঙালি জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন। একটি সমাজতান্ত্রিক ও প্রগতিশীল সমাজ গঠনের ব্যাপারে বাংলাদেশ সরকার ও নেতৃত্বের প্রচেষ্টার প্রশংসা করা। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকারে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের অধিক প্রাধান্য দেওয়া হয়। বাংলাদেশে কতগুলো সাধারণ বিষয়ে অভিন্ন মনোভাব পোষণ করায় তিনি সন্তোষ প্রকাশও করেন।

সংসদের বাজেট গৃহীত

জাতীয় সংসদের চলতি আর্থিক বছরের জন্য জাতীয় বাজেট অনুমোদন করা হয়। অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমেদ ১৪ জুন বাজেট পেশ করলে তার ওপর দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। বাজেটের ওপর সাধারণ আলোচনায় ১১টি অধিবেশনে ৭২ জন সদস্য অংশগ্রহণ করেন। গত মাসে সংসদ বিভিন্ন খাতে ৮৫ কোটি ৭৬ লক্ষ ১৬ হাজার টাকা স্বল্পকালীন ব্যয় বরাদ্দ দাবি মঞ্জুর করেন। ৯৪৩ কোটি ৩৭ লাখ ৭১ হাজার টাকার ৭৮টি মঞ্জুরি বরাদ্দ দাবি বিবেচনার জন্য গ্রহণ করা হয়