মডার্নার ৩০ লাখ টিকা আসছে সন্ধ্যায় 

মডার্নার ৩০ লাখ ডোজ টিকা আজ সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় দেশে পৌঁছাবে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। কোভ্যাক্স সুবিধার আওতায় পাওয়া মডার্নার এ টিকা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত থেকে গ্রহণ করবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এর আগে ৩ জুলাই কোভ্যাক্সের আওতায় মডার্নার আরও ১২ লাখ ৬৭ হাজার দুইশ’ ডোজ টিকা ঢাকায় আসে।

তারও আগে ৩ জুলাই রাত সাড়ে ১১টায় প্রথম চালানে মডার্নার সাড়ে ১২ লাখ টিকা ঢাকায় আসে। সেদিন পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব ও মার্কিন রাষ্ট্রদূতসহ অন্যান্য কর্মকর্তা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। সেদিন রাত থেকে সকাল পর্যন্ত মডার্নার ২৫ ডোজ টিকা আসে।

দেশের ১২ সিটি করপোরেশন এলাকায় ইতোমধ্যে মডার্নার এ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল (১৮ ‍জুলাই) স্বাস্থ্য অধিদফতর জানায়, ২০ লাখ পাঁচ হাজার ৯০৩ জনকে মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।