বিদেশে যেতে ইচ্ছুক ১৫ হাজার শিক্ষার্থীর টিকার আবেদন

গত এক সপ্তাহে বিদেশে যেতে ইচ্ছুক এমন ১৫ হাজার ২৬ শিক্ষার্থী টিকা নেওয়ার জন্য আবেদন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সোমবার (১৯ জুলাই) বেলা ৩টা নাগাদ তারা এসব আবেদন করেন। এর মধ্যে ১২ হাজারের বেশি শিক্ষার্থীর তালিকা আইসিটি বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, আমরা রাত দিন পরিশ্রম করে এই ডাটাবেজ তৈরি করেছি এবং দ্রুততার সঙ্গে সেটি আমরা আইসিটি বিভাগের পাঠিয়ে দিচ্ছি, যাতে করে শিক্ষার্থীরা দ্রুত টিকা পায় এবং বিদেশ যাওয়ার প্রক্রিয়ায় যেন কোনো ব্যাঘাত না ঘটে।

একটি সূত্র জানায়, এর মধ্যে ৫ হাজারের বেশি রয়েছে চীনে পড়তে যাওয়া শিক্ষার্থী, কানাডার যাবেন এমন রয়েছেন প্রায় ২ হাজার, ভারত, জার্মানি ও যুক্তরাজ্যে প্রায় এক হাজার করে এবং যুক্তরাষ্ট্রে প্রায় ৫০০ শিক্ষার্থী। বাকি শিক্ষার্থীরা বিভিন্ন দেশে পড়তে যাবেন।

এছাড়া প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থী রয়েছেন, যাদের আবেদনপত্র ত্রুটিপূর্ণ হওয়ায় তারা প্রক্রিয়াধীন  রয়েছেন।