করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে: স্বাস্থ্য অধিদফতর

গত এক সপ্তাহের ব্যবধানে করোনায় নতুন শনাক্ত ও মৃত্যু বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আজ বুধবার (৪ আগস্ট) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের  মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ কথা বলেন।

অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, গত সাত দিনে তিন লাখ ৯২ হাজার ৯৩৬টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাতে এক লাখ ১৬ হাজার ২৬৬ জন রোগী শনাক্ত হয়েছেন, যা গত সপ্তাহের তুলনায় ৫৩ হাজার ৭৪৯ জন বেশি।

চলতি সপ্তাহে ৪৮০ জন বেশি মারা গেছেন। জানুয়ারি থেকে সংক্রমণের যে চিত্র তাতে জুলাই মাসে সবচেয়ে বেশি সংখ্যক রোগী আমরা দেখেছি। আগস্ট মাসেও রোগীর সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। জেলাভিত্তিক রোগীর হিসাবে ঢাকা শীর্ষে অবস্থান করছে। তারপরই চট্টগ্রাম। রাজশাহীতে রোগীর সংখ্যা সবচেয়ে কম। বিভাগওয়ারী মৃত্যুর হিসাবে ঢাকার পরেই আছে চট্টগ্রাম।