ডাক্তার-নার্স ট্রান্সপোর্ট সেক্টর কন্ট্রোল করে না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। আর এ সংক্রমণ বাড়ছে রাস্তা-ঘাটে। এই সংক্রমণ কমাতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (৭ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিল্ড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জাহিদ মালেক বলেন, ‘আমাদের সংক্রমণ কমাতে হবে। সংক্রমণ হাসপাতাল-ক্লিনিকে তৈরি হয় না, রাস্তা-ঘাটে হচ্ছে। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, সংক্রমণের হার বাড়ছে। ডাক্তার-নার্স তো ট্রান্সপোর্ট সেক্টর কন্ট্রোল করতে পারবে না। ফেরি কন্ট্রোল করতে পারবে না। ফ্যাক্টরি কন্ট্রোল করতে পারবে না। আমাদের জনগণের সাপোর্ট দরকার। জনগণ পারবে এই ইনফেকশনের হার কমাতে। বিভিন্ন বাহিনী যারা দায়িত্বে আছে, ট্রান্সপোর্ট সেক্টরে যারা আছে তারা কন্ট্রোল করতে পারবে।’

স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘টিকা নিতে হবে। আমাদের ফ্রন্টলাইন ওয়ার্কাররা টিকা পেয়ে গেছে। ছাত্ররা মোটামুটি পেয়ে গেছে। এখন গ্রামে যাদের মৃত্যুর হার বেশি হচ্ছে, তাদের আগে টিকা দেওয়ার ব্যবস্থা নিয়েছি।’

উল্লেখ্য, গত ৪ আগস্ট এক সপ্তাহের ব্যবধানে করোনায় নতুন শনাক্ত ও মৃত্যু বেড়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ তথ্য জানান।

সেদিন অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘গত সাত দিনে করোনার তিন লাখ ৯২ হাজার ৯৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে এক লাখ ১৬ হাজার ২৬৬ জন রোগী শনাক্ত হয়েছেন, যা গত সপ্তাহের তুলনায় ৫৩ হাজার ৭৪৯ জন বেশি। চলতি সপ্তাহে ৪৮০ জন বেশি মারা গেছেন। জানুয়ারি থেকে সংক্রমণের যে চিত্র তাতে জুলাই মাসে সবচেয়ে বেশি সংখ্যক রোগী আমরা দেখেছি। আগস্ট মাসেও রোগীর সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়ে গেছে।’