একদিনে ঢাকায় মৃত্যু ৭২, শনাক্ত ৪৩৩৫

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত আগের ২৪ ঘণ্টার চেয়ে বেড়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৯৮ জনের মৃত্যু হয়েছে; যা গতকাল ছিল ১৭৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন সাত হাজার ৫৩৫ জন; যা গতকাল ছিল ছয় হাজার ৯৫৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯৮ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে একদিনেই মারা গেছেন ৭২ জন। অন্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৫২ জন, রাজশাহী বিভাগে নয় জন, খুলনা বিভাগে ২৬ জন, বরিশাল বিভাগে সাত জন, সিলেট বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ছয় জন এবং ময়মনসিংহ বিভাগে আট জনের মৃত্যু হয়েছে।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন সাত হাজার ৫৩৫ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে শনাক্ত হয়েছেন সবচেয়ে বেশি রোগী। এ বিভাগে চার হাজার ৩৩৫ জন শনাক্ত হয়েছেন। অন্য বিভাগগুলোর মধ্যে ময়মনসিংহ বিভাগে ২১৩ জন, চট্টগ্রাম বিভাগে এক হাজার ৩২৫ জন, রাজশাহী বিভাগে ৩৩৩ জন, রংপুর বিভাগে ২৪৬ জন, খুলনা বিভাগে ৪৭১ জন, বরিশাল বিভাগে ২৫৫ জন এবং সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ৩৫৭ জন।