বঙ্গবন্ধুর সভাপতিত্বে উচ্চপর্যায়ে বৈঠক

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ২০ আগস্টের ঘটনা।)

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠকে দেশের তুলা চাষের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বাসসের খবরে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম বিভাগ ও কাপাসিয়ায় তুলা চাষের উদ্দেশ্যে তুলা উন্নয়ন বোর্ড কয়েকটি প্রকল্প নেবে বলে জানা গেছে।

এ ছাড়া ওই স্থান থেকে প্রত্যাবর্তনকারী তিন শ’ তুলাচাষীকে দিনাজপুরে পুনর্বাসন করার সিদ্ধান্ত হয় বৈঠকে। তাদের জন্য গৃহনির্মাণ, চাষের সরঞ্জাম ও জমিসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হবে। বৈঠকে অন্যান্যের মধ্যে ছিলেন ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী সোহরাব হোসেন, ভূমি প্রশাসনমন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ।

ভারত-পাকিস্তান বৈঠকে অগ্রগতি

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর উপমহাদেশের মানবিক সমস্যাগুলোর সমাধানের প্রচেষ্টায় ভারত ও পাকিস্তানের প্রতিনিধিদলের মধ্যে আলোচনায় অগ্রগতি ঘটেছে বলে জানা যায়। তবে আলোচনা মন্থরগতিতে এগোচ্ছে। এ আলোচনার প্রথম দিকে আবারও নতুন মোড় নেয় বলে খবরে বলা হয়।

এদিন সন্ধ্যায় দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে দীর্ঘস্থায়ী আলোচনা হয়। এর আগে পাকিস্তানের পররাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী আজিজ আহমেদ ভারতের পরিকল্পনামন্ত্রী ডিপি ধর এবং পররাষ্ট্রমন্ত্রী সিংয়ের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন।

তিন ঘণ্টা স্থায়ী ওই বৈঠকে আজিজ আহমেদ ইসলামাবাদের মনোভাব ব্যক্ত করেন। উল্লেখ্য, এদিন সকালে প্রতিনিধিপর্যায়ে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু আজিজ আহমেদের অনুরোধে আলোচনা স্থগিত রাখা হয়। দুটি বৈঠকেই তার সঙ্গে ছিলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব।

দৈনিক ইত্তেফাক, ২১ আগস্ট ১৯৭৩

আলোচনা শেষে ভারতীয় প্রতিনিধিদলের নেতারা জানান আরেকদফা আলোচনা হবে। আলোচনায় কোনও অগ্রগতি হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে হাকসার বলেন, অগ্রগতির পরিপ্রেক্ষিতে পুনরায় বৈঠক বসছে। প্রতিনিধিদলের পক্ষ থেকে এই প্রথম ইতিবাচক মন্তব্য করা হয়।

জনৈক বিদেশি সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেন পাকিস্তানি প্রতিনিধিদলের নেতা আজিজ আহমেদ। খবরে আরও বলা হয়, আজিজ আহমেদ এদিন সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে আলোচনা করেন। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর একটি চিঠি গান্ধীর কাছে পৌঁছে দেন।

দেশ গড়ার কাজে এগিয়ে আসুন

দেশকে গড়ার কাজে এগিয়ে আসার জন্য ছাত্রলীগ কর্মীদের প্রতি আহ্বান জানান লেখক ও কবি সুফিয়া কামাল। ছাত্রলীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে আয়োজিত এক সেমিনারে সভানেত্রীর ভাষণদানকালে তিনি বলেন, ‘স্বাধীনতা আন্দোলনে ছাত্র সমাজের অবদান অনেক। তাদেরকেই এগিয়ে আসতে হবে। সময় কারও জন্য বসে থাকে না। ছাত্রলীগের প্রতিটি কর্মীকে এখন দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

বন্যার পানি ঢুকছে

রাজধানী ঢাকায় বন্যার পানি ঢুকছে। এর মধ্যে ঢাকার পুরনো শহরের কয়েকটি এলাকা এবং বাসাবো, কমলাপুর, মুগদা প্রভৃতি এলাকার নিম্নাঞ্চল ডুবে গেছে। গত দুদিনে শীতলক্ষ্যা বুড়িগঙ্গা নদীর আশপাশ এলাকার কিছু স্থানে পানি জমতে শুরু করেছে। ঢাকার পুরনো এলাকা বিশেষ করে সোয়ারিঘাট চম্পাকলিতে বন্যার পানি ঢুকতে শুরু করেছে বলে জানানো হয়। পানি বেড়ে সোয়ারিঘাটের প্রধান সড়কের কিছু অংশ দুই ফুট পর্যন্ত তলিয়ে গেছে।

ডেইলি অবজারভার, ২১ আগস্ট ১৯৭৩শিল্পে বিনিয়োগ ১২১ কোটি টাকা

শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম এদিন প্রথম পাঁচশালা পরিকল্পনার অধীন বেসরকারি খাতের শিল্পে বিনিয়োগ তফসিল ঘোষণা করেন। এ তফসিলে ১২১ কোটি ৬০ লক্ষ টাকা বিনিয়োগের ব্যবস্থা রাখা হয়। এর মধ্যে বৈদেশিক মুদ্রার পরিমাণ ৭২ কোটি ৮৮ লাখ টাকা।

খবরে বলা হয়, ১১টি প্রধান শিল্পের অধীনে ১১৭টি খাতে বিনিয়োগ তফসিলের আওতামুক্ত থাকবে। প্রথম পাঁচ সালে পরিকল্পনা তফসিলের সঙ্গে সরকার প্রথম বছরের কার্যক্রম অনুমোদন করেছে।