জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার পরবর্তী চালান আসবে ২৮  আগস্ট

জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকা টিকার পরবর্তী চালান ২৮ আগস্ট ঢাকায় আসবে। এর মাধ্যমে জাপান ৩০ লাখ টিকা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটি পূর্ণ হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। 

রবিবার (২২ আগস্ট) তিনি সাংবাদিকদের বলেন, আমরা জাপানকে অনুরোধ করেছি দ্বিপক্ষীয়ভাবে আরও কিছু টিকা দেওয়া সম্ভব কিনা কারণ এটি কক্সবাজারে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ব্যবহার করা যেতে পারে।

টিকা দেওয়ার বয়স ১৮ তে নামালে চাহিদা বৃদ্ধি পাবে এবং বিশ্ববিদ্যালয়গুলো খোলার বিষয়টি আমাদের বিবেচনায় মধ্যে আছে বলে তিনি জানান।

তিনি বলেন, ‘আমাদের চাহিদা আছে। যোগানের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রতিশ্রুতি পাচ্ছি কিন্তু সেটিও যে সবগুলো পাবো বিষয়টা সেরকম নয়।’

রাশিয়ার সঙ্গে চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘স্পুটনিক’ এর সঙ্গে চুক্তির বিষয়ে আমাদের পক্ষ থেকে সবকিছু করা শেষ হয়ে গেছে। আমরা তাদের উত্তরের জন্য অপেক্ষা করছি।

এছাড়া সিনোফার্মার সঙ্গে আমাদের ‘ফিল অ্যান্ড ফিনিশ’ চুক্তি হয়েছে এবং এর ফলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আমরা কিছুটা স্বস্তির জায়গায় যেতে পারবো বলে  জানান তিনি।