জাতীয় শোক দিবস উপলক্ষে ‘তরুণ প্রজন্মের চোখে বঙ্গবন্ধু শেখ মুজিব’ শিরোনামে বিশেষ আলোচনা অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ধারণ করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি নিবেদিত এই ভিডিও লিংক দেশের সব টেলিভিশনে প্রচারের নির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানটি আজ সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে সুবিধাজনক সময়ে দেশের সব টেলিভিশন চ্যানেল, বেতার, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় প্রচারের লক্ষ্যে ভিডিও-লিংক পাঠানো হয়।
সংযুক্তি: ভিডিও-লিংক:
https://drive.google.com/file/d/1a8ADzrG1ajQGA84pP0qRludxYO8StFkQ/view?usp=sharing