২ কোটি ৫৭ লাখ ডোজ টিকা দেওয়া শেষ

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ২ কোটি ৫৭ লাখ ১০ হাজার ৪৯০ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৬৬ লাখ ৪৯ হাজার ৫৯০ ডোজ  টিকা মজুত আছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৮০ লাখ ৭০ হাজার ৯৬৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭৬ লাখ ৩৯ হাজার ৭৯৩ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। শনিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে,আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ৯০৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯ হাজার ১২ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছে ১ কোটি ১১ লাখ ৩১ হাজার ৯৪১ ডোজ। 

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৭৭ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৩৩ জন। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৯৫ হাজার ৭১১ ডোজ। 

এছাড়া ১ কোটি ১৩ লাখ ৫১ হাজার ৮৮ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ১৮ হাজার ৪৪০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫৪৯ জন।   

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৩১ লাখ ৩১ হাজার ৭৫০ ডোজ । এর মধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৩ হাজার ১৪১ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬৪ হাজার ৮৮২ জনকে।  

এদিকে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ৭৩ লাখ ২২ হাজার ৫৮২ জন।