সংসদ এলাকার নকশাবহির্ভূত সবকিছু অপসারণ করতে হবে: আ ক ম মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক স্পিকারের কাছে দাবি জানিয়ে বলেছেন, সংসদ ভবন এলাকায় মূল নকশার বাইরে যা কিছু রয়েছে তা অপসারণ করতে হবে। তথাকথিত জিয়াউর রহমানের কবর ছাড়াও অন্য যে সব নকশাবহির্ভূত স্থাপনা রয়েছে সবগুলোকে অপসারণের দাবি জানান তিনি।

রবিবার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব দাবি জানান।

মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত প্রকৃত খুনিদের খুঁজে বের করতে হবে। জীবিত বঙ্গবন্ধুর থেকে মৃত বঙ্গবন্ধুর শক্তি অনেক বেশি। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল বঙ্গবন্ধু হত্যায়।

হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নির্মূল করার অপপ্রয়াস-অপচেষ্টা চালিয়েছে একটি চক্র। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা উস্কে দেওয়া হয়েছিলো। এক সময় জয় বাংলা বলার লোক ছিল না,  এখন অনেক শোনা যায়। জয় বাংলা স্লোগান দিলেই তিনি প্রকৃতভাবে জয় বাংলার অনুসারী তা বলা যাবে না।