কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন ৭ অক্টোবর

কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ অক্টোবর। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।

ইসি সচিব জানান, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, প্রার্থিতা বাছায় ১৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৯ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর।

এই আসনের উপনির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

গত ৩০ জুলাই কুমিল্লা-৭ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।

একই কারণে শূন্য হওয়া উপজেলা পরিষদের ৯টির চেয়ারম্যান পদে, ৫টির ভাইস চেয়ারম্যান পদে, রাজশাহীর একটা পৌরসভার চেয়ারম্যান পদে, পৌরসভাটির ৫টি কাউন্সিলর পদে ও সিটি করপোরেশনের পাঁচটি কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন...

অন্য ধাপের ইউপি ভোটের তফসিল এ মাসের শেষে

স্থগিত ১৬১ ইউপি’র ভোট ২০ সেপ্টেম্বর