অন্য ধাপের ইউপি ভোটের তফসিল এ মাসের শেষে

চলতি মাসের শেষ দিকে নতুন ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা হবে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তথ্য জানান।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে বিকালে কমিশন সভা অনুষ্ঠিত হয়।

অন্য ধাপের ভোট বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘চলতি মাসের শেষ দিকে আরেকটি কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় বাকি ইউপি নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত হবে।’

কয়টি ধাপে ইউপি নির্বাচন সম্পন্ন করা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কমিশন সিদ্ধান্ত নিয়েছে এ বছরের ডিসেম্বরের মধ্যে দেশের চার হাজার ইউপিতে নির্বাচন সম্পন্ন করবে। তবে কয়টি ধাপে নির্বাচন সম্পন্ন হবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। পরে বসে কমিশন সিদ্ধান্ত নেবে।’

আরও পড়ুন...

স্থগিত ১৬১ ইউপি’র ভোট ২০ সেপ্টেম্বর

কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন ৭ অক্টোবর