মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তি

ভালো দামে বিক্রির সুপারিশ সংসদীয় কমিটির

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অপ্রয়োজনীয় ও অব্যবহৃত সম্পত্তি সর্বোচ্চ দামে বিক্রির জন্য সর্বোত্তম পদ্ধতি খুঁজতে বলেছে সংসদীয় কমিটি। এ লক্ষ্যে কমিটি প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠানোর সুপারিশ করেছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

শাজাহান খানের সভাপতিত্বে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কাজী ফিরোজ রশীদ এবং মোছলেম উদ্দিন আহমদ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে ‘বীরের কণ্ঠে বীর গাথা’য় বীর মুক্তিযোদ্ধারা যাতে নিঃসংকোচে যুদ্ধকালীন সব ঘটনা তুলে ধরতে পারেন, এ বিষয়ে মুক্তিযোদ্ধাদের কাছে চিঠি পাঠানোর সুপারিশ করা হয়।