X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

বিটিভির তিন জেলা প্রতিনিধি পরিবর্তনের সুপারিশ, কনটেন্ট নিয়েও আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৪, ২১:৪৪আপডেট : ১৬ জুলাই ২০২৪, ২১:৪৪

বাংলাদেশ টেলিভিশনকে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য মানসম্মত অনুষ্ঠান পরিবেশনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে বিটিভির সিলেট, চুয়াডাঙ্গা ও চাঁদপুর জেলার প্রতিনিধি পরিবর্তনের নির্দেশনা দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

মঙ্গলবার (১৬ জুলাই) জাতীয় সংসদ ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এমন নির্দেশনা দেয় বলে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে প্রাইভেট চ্যানেলগুলোর সঙ্গে বিটিভির বিজ্ঞাপন রেটের তুলনামূলক চিত্র ও বিটিভির পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ে পেশ করা প্রস্তাব যাচাই-বাছাই করে কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে বিটিভিকে কীভাবে দর্শকমুখী করা যায় সেই নিয়ে আলোচনা করেন সদস্যরা। যেখানে বলা হয়, বর্তমানে প্রতিযোগিতার বাজার। তাই বিটিভির এমন কিছু কনটেন্ট বানানো উচিত যা দর্শক দেখে। বিটিভির কর্মকর্তারা বৈঠকে জানান, দর্শক জনপ্রিয় কনটেন্ট তৈরির চেষ্টা করছেন তারা।

বৈঠকে বিটিভির ৩১টি জেলা প্রতিনিধির বিষয়ে জেলা প্রশাসকদের দেওয়া প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়। সেখানে কিছু প্রতিনিধির বিরুদ্ধে সরকারের বিভিন্ন অনুষ্ঠানে অংশ না নেওয়া এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচার না করার অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে সিলেট, চুয়াডাঙ্গা ও চাঁদপুর জেলার প্রতিনিধি পরিবর্তনের জন্য সংসদীয় কমিটি নির্দেশনা দেয়। কমিটির এর আগের বৈঠকে জেলা প্রতিনিধি নিয়ে কমিটির সদস্যরা নানান অভিযোগ তুলেছিলেন।

বৈঠকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়। সেখানে বলা হয়, ফিল্ম আর্কাইভে মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যত ধরনের তথ্য রয়েছে তা স্থায়ী সংরক্ষণ করার জন্য। ভবিষ্যতে যাতে কেউ এসব তথ্য নষ্ট করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে আরও অংশ নেন কমিটির সদস্য আলী আজম, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, আফজাল হোসেন, আবদুচ ছালাম ও ফরিদা ইয়াসমিন।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
৭ জুলাই জাতীয় জাদুঘরে তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’র প্রিমিয়ার শো
১৩ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
সর্বশেষ খবর
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অনুরাগীদের ঢল
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অনুরাগীদের ঢল
শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি
শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি
ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে ইরানের সর্বোচ্চ নেতা
ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে ইরানের সর্বোচ্চ নেতা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল