X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

বিটিভির তিন জেলা প্রতিনিধি পরিবর্তনের সুপারিশ, কনটেন্ট নিয়েও আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৪, ২১:৪৪আপডেট : ১৬ জুলাই ২০২৪, ২১:৪৪

বাংলাদেশ টেলিভিশনকে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য মানসম্মত অনুষ্ঠান পরিবেশনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে বিটিভির সিলেট, চুয়াডাঙ্গা ও চাঁদপুর জেলার প্রতিনিধি পরিবর্তনের নির্দেশনা দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

মঙ্গলবার (১৬ জুলাই) জাতীয় সংসদ ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এমন নির্দেশনা দেয় বলে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে প্রাইভেট চ্যানেলগুলোর সঙ্গে বিটিভির বিজ্ঞাপন রেটের তুলনামূলক চিত্র ও বিটিভির পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ে পেশ করা প্রস্তাব যাচাই-বাছাই করে কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে বিটিভিকে কীভাবে দর্শকমুখী করা যায় সেই নিয়ে আলোচনা করেন সদস্যরা। যেখানে বলা হয়, বর্তমানে প্রতিযোগিতার বাজার। তাই বিটিভির এমন কিছু কনটেন্ট বানানো উচিত যা দর্শক দেখে। বিটিভির কর্মকর্তারা বৈঠকে জানান, দর্শক জনপ্রিয় কনটেন্ট তৈরির চেষ্টা করছেন তারা।

বৈঠকে বিটিভির ৩১টি জেলা প্রতিনিধির বিষয়ে জেলা প্রশাসকদের দেওয়া প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়। সেখানে কিছু প্রতিনিধির বিরুদ্ধে সরকারের বিভিন্ন অনুষ্ঠানে অংশ না নেওয়া এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচার না করার অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে সিলেট, চুয়াডাঙ্গা ও চাঁদপুর জেলার প্রতিনিধি পরিবর্তনের জন্য সংসদীয় কমিটি নির্দেশনা দেয়। কমিটির এর আগের বৈঠকে জেলা প্রতিনিধি নিয়ে কমিটির সদস্যরা নানান অভিযোগ তুলেছিলেন।

বৈঠকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়। সেখানে বলা হয়, ফিল্ম আর্কাইভে মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যত ধরনের তথ্য রয়েছে তা স্থায়ী সংরক্ষণ করার জন্য। ভবিষ্যতে যাতে কেউ এসব তথ্য নষ্ট করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে আরও অংশ নেন কমিটির সদস্য আলী আজম, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, আফজাল হোসেন, আবদুচ ছালাম ও ফরিদা ইয়াসমিন।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি: তথ্য উপদেষ্টা
অনুদানের সিনেমা জমা দেওয়ার সময় বাড়লো
সর্বশেষ খবর
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
সব কালো আইন বাতিলের দাবি ডিআরইউর
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসসব কালো আইন বাতিলের দাবি ডিআরইউর
ভারত সীমান্তে ঢুকে সেলফি তোলা দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ভারত সীমান্তে ঢুকে সেলফি তোলা দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি