১৪ কোটি টাকার সিরিঞ্জ কিনবে সরকার

১৩ কোটি ৮২ লাখ টাকায় মোট ১১ কোটি অটো ডিজেবল (এডি) সিরিঞ্জ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২২ সেপ্টেম্বর) সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড সরকারকে এ পণ্য সরবরাহ করবে।

এ ছাড়া সভায় অতিরিক্ত ৮০ হাজার টন জ্বালানি তেল জরুরি বিবেচনায় জি-টু-জি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কোটেশন আহ্বানের মাধ্যমে আমদানির প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। চতুর্থ লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার প্রায় ১০৯ কোটি ৩৩ লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

একইসঙ্গে দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলনের দায়িত্ব দেওয়া হয়েছে চীনা প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামকে। ৬ বছরের জন্য প্রায় ১ হাজার ৫০ কোটি টাকায় প্রতিষ্ঠানটিকে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।